‘এই জীবনের লাইফলাইন অনলাইন’

৭ এপ্রিল, ২০২০ ১৮:১৭  
“লকডাউন কিংবা ছুটির মধ্যে জীবন যাপন করছি, এই জীবনের লাইফ লাইন কিন্তু অনলাইন। অর্থাৎ টেলিকম কিংবা ইন্টারনেট। এই দুটি হাতিয়ারকে ব্যবহার করে আমরা বস্তুতপক্ষে আমাদের জীবনধারাকেই সচল রেখেছি।” মঙ্গলবার (৭ এপ্রিল) ই কমার্স দিবস উপলক্ষ্যে আয়োজিত অনলাইন সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলে ডাক ও টেলিযোগাযো মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি আরো বলেন, করোনা দেখিয়ে দিচ্ছে চাল-ডাল তেল-নুনও ডিজিটাল পদ্ধতিতে কেনা-কাটা করতে হয়। তৃণমূল পর্যন্ত এর বিস্তৃত হয়েছে। তাইতো করোনার মধ্যে বসবাস করেও আজ আমরা ই-কমার্স দিবস পালন করছি। মোস্তাফা জব্বার বলেন, আমরা যদিও আতঙ্কিত ও শঙ্কার মধ্যে রয়েছি। কিন্তু এর মাধ্যমে একটি বড় প্যারাডাইম সিফট হতে যাচ্ছে। আর এই পরিবর্তনটা বিশ্ববাসীকে বুঝতে হবে- আমরা চাই বা নাই চাই আমরা ডিজিটাল যুগে পা দিচ্ছি। ইতিমধ্যেই বসবাস করছি। আমাদের দেশের নাগরিকরা ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত হয়ে গেছে। তিনি আরো বলেন, আগামীতে ডিজিটাল ব্যবসা বলে আলাদা কিছু থাকবে না। পুরো ব্যবসায়ই ডিজিটাল হয়ে যাবে।